চরাচর চিত্র
।।সুমন বিশ্বাস।।
ধ্বংস করে খাল, নদী, বিল; সাগর, পাহাড়, বন-
গড়বে শহর, কারখানা, যান; এই মানুষের পণ।
কৃত্রিমতায় বিলুপ্ত প্রাণ
যায় না তাতে বারুদের ঘ্রাণ; যুদ্ধ সর্বক্ষণ।
ঝড়, জলোচ্ছাস, ভূমিকম্প; বন্যা, ভাঙন, খরা,
বাড়ছে সকল; গলছে বরফ, উষ্ণ হচ্ছে ধরা।
মরে তবু ফেরে না হুশ
দুপেয়ে জাত কবে মানুষ? লোভ অন্তরে ভরা।
এলাকার নাম কাঁঠাল বাগান, রাজধানী ঢাকায়,
বাস্তবে নাই একটি গাছও— দালানের ফাঁকায়।
পৃথিবী আজ নগরপাড়া
প্রাণ, প্রকৃতি যাচ্ছে মারা— আধুনিক চাকায়।

0 Comments