ছুঁয়াচে প্রেম 

-সুস্মিতা হালদার




প্রিয়তম, 

একবার তোমায় ছোঁয়ার অপরাধে 

বহুবার মৃত্যু হয়েছে আমার। 

দন্ডপ্রাপ্ত হয়েছি নিদ্রাহীনতার।

বহুরাত আমি ঘুমাইনি, জানো!

ভাঙা দেয়াল চুইয়ে

 বারবার ফিরে এসেছে নিঃসঙ্গতা। 

এ মৃত্যু তোমার দেয়া।

প্রিয়তম,

ভালোবাসারা চিরকাল আহত হয়। 

দহন আজ পুড়ছে আমাকে। 

একদিন আমি আগুন পুড়িয়ে প্রেমিকা হবো।

প্রিয়তম, 

আমি এবার অন্য মন ছোঁবো।