ধাঁধা
।।সুমন বিশ্বাস।।
কোন সে দেশে
মানুষ ঘেষে, এলিয়েনরা ভর করে,
বিপদ দিনে
দরদ বিনে— অর্থ আয়ের ঘর করে?
পাঁচ টাকার মোম
হয় একদম, একশ টাকা কড়কড়ে,
আটশর পার
পঞ্চাশ হাজার; কাটা কথায় দর করে?
রিক্সা, ভ্যানে
চালক জ্ঞানে, কামাই করতে গান জানে,
পঞ্চাশের পথ
হাজারে মত; কারা, কোথায় যান টানে?
বিপদের লোক
কান্নার চোখ, ডাকাত ভয়ের যায় না রেশ,
নগদ, বিকাশ
মিলিয়ে নিকাশ; কোথায় পরে লাটের বেশ?
ইন্দ্রজালে
দ্রোহ ঢালে, বিদ্বেষে পায় মন্ত্রণা,
কারা দোষে
নন্দঘোষে; মূলে বাড়ায় যন্ত্রণা?
'লেহাপড়া'
মলের বড়া, সব পেয়ে যায় ফেসবুকে,
ফারাক্কা বাঁধ
সিলেটের খাদ, কারা মেনে যায় ঝুঁকে?
পরের ভাতে
দিনে-রাতে, কথা বেচে খায় কারা,
বান বা ঝড়ে
কোন সে ঘরে— চুপটি করে যায় তারা?
সেই না দেশে
ধর্মে ভেসে, বেশিরভাগেই বাস করে,
কাজের বেলা
উলটো ঠেলা, গুষ্টিমারার চাষ করে।

0 Comments