একলা আমি

 একলা আমি

- তরুণ বড়ুয়া (প্রিয়) 



মনটা আমার ভিষণ খারাপ চারদেয়ালে বন্দি 

ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি,

আমার আমি যেমন আছি তেমন আছি ভালো 

তোমাদের রঙ অনেক রঙিন আমার প্রিয় কালো,

একলা একা একলা আমি একলা ভালো থাকি 

মন খারাপের সময়গুলো নিজের কাছে রাখি।

Post a Comment

0 Comments