বন্ধু তুই
- কাকলি চক্রবর্তী
বন্ধু তোর কথা ভাবলেই
মন চলে যায়
সেই ছোট্ট বেলার ভিড়ে।
বড়ো হয়ে ওঠার
অনেক গুলো দিনে
তুই তো ছিলিস
পাশে পাশে ভালো বেসে।
কেউ না বুঝলেও
তুই ঠিক বুঝে ফেলতিস
মন খারাপের কারণ,
চোখে জল এলে
পড়ে ফেলতিস
না বলতে পারা কথা দের।
তুই আমার পুতুল ঘরের
পুতুল খেলার সাথী,
সারাটা দিন শুধু
কেবল হুটো পুটি।
তুই আমার এক মুঠো রোদ্দুর
উপচে পরা ঝল মলে এক আলো।
তোর সাথেই যত ঝগড়া মারা মারি
কখনো ভাব কখনো আবার আড়ি,
তোর সাথেই যত ভালোবাসার কথা
তোর সাথেই আমার বড্ড
বাড়াবাড়ি।
ঝগড়া হলেই মন খারাপের দিন,
মেঘলা আকাশ
বৃষ্টি থেকে থেকে,
আবার কখন ভাব উঠতো জমে
সূর্য আবার হাসতো মনের কোনে।
পুতুল খেলার সেই দিনগুলো
কখন যেন হাড়িয়ে গেল
একটু একটু করে।
চলার পথে ভিড়ের মাঝে তুই,
কোথায় যেন মিলিয়ে গেলি তুই।
আমিও তখন অন্য কোনো ভিড়ে,
তোর কথা আর ভাবার সময় নেই।
তবুও কেন অনেক দিনের পরে,
তোর ভাবনাই আসে ফিরে ফিরে।
মেয়ে বেলার সেই প্রথম খেলার সাথী
বন্ধু তোকে ভুলতে পারি নাকি।
জানিনা তুই কোথায় আছিস আজ,
আমার কথা তোর কী পরে মনে?
খেলনা বাটি আর পুতুল ঘরের কথা
তুই কী গেছিস
একে বারেই ভুলে?
হয়তো একদিন জীবন যাবে থেমে,
যেতে হবে নিরুদ্দেশের পথে,
তোকে দেখার ইচ্ছে টুকু ই থাক,
হয়তো আবার শেষ থেকে
শুরু হবে।
হয়তো আবার শেষ থেকে
শুরু হবে।
0 Comments