বাস্তব কথন
- তরুণ বড়ুয়া (প্রিয়)
~~ কিছু মানুষ থাকতে নয় বরং জীবনের কঠিন শিক্ষা হয়ে আসে।
~~ সবাই বলে আপন আপন, সবাই বলে পাশে রবো কিন্তু সত্যি হলো এটাই যে দিন শেষে তুমি একা, কেউ রবে না তোমার পাশে।
~~ একা থাকতে থাকতে কেউ তোমার জীবনে আসতে চাইবে ভরসা হয়ে, ভালবাসা হয়ে, কথা ও দেয় পাশে রবে চিরকাল কিনতু সবই হয় মিথ্যে, তুমি একা, শুধুই একা, আর ঐ সব মানুষ গুলো থাকতে নয় বরং শিক্ষা দিতে আসে।
~~ কেউ কেউ হুট করে এসে, অভিনয় শেষে তারা যাওয়ার সময় দিয়ে যায় কিছু শিক্ষা, তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চোখের ভুল, এরা তোমাকে বাস্তবতা শিখায় দিয়ে যায়।
~~ সবাই আপন হয় না, সবাই পাশে থাকে না, কেউ তো জীবনের শিক্ষা হয়।
~~ যে শিক্ষাতে তুমি বুঝে যাবে আসলে কেউ কারো নয়, সবই প্রয়োজন।
~~ সে শিক্ষা তে বুঝতে পারা যায়, সবাইকে বিলিভ করলে দারুন ভাবে ঠকতে হয়, কারো সাথে চলার হাতটি পেলেও তা মাঝ পথে ছেড়ে যায়, মন টাও যে ভেঙে যায়, এ সব শিক্ষা দিয়ে যায় কিছু মানুষ।
~~ সবাই তোমার জন্য নয়, তুমিও সবার জন্য নয়, কেউ কেউ আসবে তোমার জীবনে কিন্তু ভেবো না থাকতে আসবে, আসবে এক কঠিন শিক্ষা হয়ে।
~~ আর সে শিক্ষাতে তোমার জীবনের সব ভুল গুলো ফুটে উঠে, কিন্তু মাশুল আর থাকে না।
~~ মনে রেখো, সবাই থাকতে না, কেউ কেউ আসে জীবনের চরম শিক্ষা হয়ে।
0 Comments