স্পন্দন

 স্পন্দন 

- তরুণ বড়ুয়া (প্রিয়)



ভোরের পাখিরা যেভাবে  মেতে থাকে

ঘুম ভাঙ্গা সুরেলা সংসারে। 

আমি তখন আরাধ্য আঁধারে ঢাকি, 

মোহময় রাত্রির আবেশে। 

সুখ-সঞ্চারী ডাহুকের মতো

নিজেকে অাবৃত করি সাহসের মদিরায়।


তোমার চোখের মখমলে,

খলবলা স্বপ্নের লুকানো পৃথিবী

কিভাবে যেন পাখিরাও জেনে যায়। 

অজস্র ভোরের সামগ্রিকতায়

উথলে উঠে স্পন্দিত চিত্তের প্রলোভ-কল্লোল। 


তখন,

বুকের পাঁজরে জমা ওম থেকে,

আঁধারের কপাট খুলে

সাহসে সাহসে আপ্লুত সাঁতার কাটি ;

শ্রবণ সাধ্যের আয়োজনে 

ঘুমহীন পাখিদের কন্ঠে তোলা গানে গানে।

Post a Comment

0 Comments