প্রিয়া
তরুণ বড়ুয়া (প্রিয়)
জানি পুড়ে যাবো আমি তোমার প্রেমে শ্রাবণ দিনের বরষায়
তবু মেঘের ডানায় উড়বো আমি কোমল রোদের ইশারায়
তারা জ্বলা রাতে এক ফোটা চাঁদ তোমায় দিলাম প্রিয়া
রংগিন হাওয়ায় রং মেখে কিছু শুধু ভালোবেসে যেও
এমনের খুব গভীরে ছুঁয়ে দেখো তুমি শুধু অনুভবে শুনো
হৃদয় আমার তোমার হলো হারিয়ে ফেলোনা যেনো
পাখি হয়ে খুব কাছে এসে ঘুম ভাংগিয়ে দিও
মনপাখি তুমি প্রেম হয়ে উড়ো চিরসাথি করে নিও।
0 Comments