নজরুল
।।সুমন বিশ্বাস।।
দস্যু, শোষকে তিনি, বিদ্রোহী শূল,
বাঙালির তরে ফের, মিলনের ফুল।
দেখি যদি কবিকূল
পাই খুঁজে কথা মূল
সবারে বাটেনি কেউ, তাঁর সমতুল।
চাঁদপনা মুখ তাঁর, মাথা ভরা চুল,
টানা চোখ, নাকে হই, প্রেমে মশগুল।
লেখা গুণ দুলদুল
অনাচারে সদা হুল
সবার প্রাণের কবি, কাজী নজরুল।
0 Comments