"বিষাদযাপন"
- মিথুন বড়ুয়া
প্রেম করে অমর হতে নয়,
সুখ পেতে নয়,
নিঃসঙ্গতা কাটাতেও নয়,
বরং আরও বেশী নিঃসঙ্গ হতে,
তোমাকে চাই,
তুমি আসবে,
আবার চলে যাবে,
বাড়বে বিষাদ, অসুস্থ্যতা বা সুস্থ্যতা,
লিখবো কবিতাঃ পৃষ্ঠার পর পৃষ্ঠা তোমার ফিরে আসার আকুতি নিয়ে,
বেঁচে দেব সে খাতা দিস্তাদরে বিনে পয়সায় কাগজওয়ালার কাছে;
আবার কাগজ কিনে
তোমাকে লিখে সমুদ্রের সব কালি শেষ করে ফেলার জন্য-
প্রেম"টা জরুরী,
আপন করে পেতে নয়,
কষ্টের জ্বালায় জীবন্ত হয়ে উঠতে।
0 Comments