শূন্য থেকে
- Bristy La wayfarer
একটা সময় এসেছিলো। এসেছিলো ঝড়। মস্তিষ্কের অলিতে গলিতে সাজানো চেতনাগুলোকে দুমড়ে মুচড়ে শূন্য করে দিলো পথ। সবটা ফাঁকা। শূন্য মরুভূমি সমতুল্য পথগুলো আবার নতুন করে সাজাতে হতো। ঘর বাড়ির ভিত্তি গুলো হতে হতো আরো মজবুত। আর সেখানে তৈরি বাকি সবকিছুই। তা একদিনে হওয়ার ছিলো না। পূর্বের চেয়ে ভালো আকৃতি দিতে তাই সময় লাগলো কিছুটা। পাশের শহরের তারা বিদ্রুপ করেছে খুব এ শূন্যতা দেখে। একা করে দিয়েছে কিছু না থাকার দোষারোপ করে। ঐ শহর গুলো হয়তো জানতো না এ শহর ঝড় দেখে অভ্যস্ত এবং বারবার সভ্যতা গড়েও অভ্যস্ত। যতবার ঝড় যাবে তৈরি হবে আরো সমৃদ্ধ নতুন সভ্যতা, তৈরি হবে নতুন শিল্প ও গল্প প্রতিটি অলিতে গলিতে।
পাশের শহরগুলো তখন নিস্তব্ধ হবেনা তো?
0 Comments