মৃত্যুঞ্জয়ী কবি
।।সুমন বিশ্বাস।।
মায়ের চাওয়া রবি-কাজির, মতো কবি হওয়া,
কর্মগুণে ভুবনবাসীর—নিত্য হৃদে বওয়া।
মাতৃভাষায় লেখার প্রতি, সেই থেকে তাঁর সাধ,
বিশ্ববিদ্যালয়ে পেলেন—হুমায়ুন আজাদ।
সবমিলিয়ে মন বসালেন, চর্চাতে দিনরাত,
নিয়মিত লেখাজোখায়—পক্ক হলো হাত।
লিখে ফেলেন প্রবন্ধ আর গল্প, উপন্যাস,
কৌতুকে দেন নতুন ঢঙে—আনন্দ, উল্লাস।
দুবাংলাতে বই প্রকাশে, পেলেন ভালো সাড়া,
সাম্প্রদায়িক মনমগজে—লেখায় দিলেন নাড়া।
তুলে আনেন বাস্তবতা, নিজের অভিজ্ঞতা,
এই বাঙালির সংস্কৃতি; ভালোবাসার কথা।
বাংলা নিয়ে পড়াশোনা, বাংলা ভালোবেসে,
বাংলা দিয়ে পরিচয় লাভ; ভারত, বাংলাদেশে।
বরিশালে জন্ম কবির, রূপসী বাংলার,
নদী, মহামানব ভরা; শস্যের ভাণ্ডার।
জল ঘেরা দ্বীপ–গাঁখানি তাঁর, অন্তরে পোষেন,
ক্যান্সার–জয়ী নায়ক তিনি—জাহাঙ্গীর হোসেন।
0 Comments