অপ্রিয় বাস্তব
- অন্বেষা
আপনজনের সংজ্ঞা অতি কঠিন
কেউ বা থাকে মুখোশধারী
কেউ বা ভোলায় মিথ্যা মোহে
কখনোও বা বাবা মা দেয়
মিথ্যে স্তুতি
বিস্বাসভঙ্গও হয় তাদের থেকে ।
পৃথিবীটা বড়ো কঠিন
নয়কো খুবই সোজা
প্রতিপদে দিতে হয় তাই
তোমার বাঁচার অতীতকথা
সেসব হয়তো মজার খোরাক
কারো কাছে বা আরও অন্য কিছু
যতই মর্মে শেষ হও না কেন
জ্বলতে হবেই অদৃশ্য তুষে
জ্বলতে জ্বলতে যেদিন হবে নিঃশেষ
তারা হয়ে জ্বলবে দূর আকাশে
কারো হয়তো থাকবে নাকো মনে
স্মৃতিটুকু রবে শুধু অগোছালো লেখনীতে
আর দৈনন্দিনের সৃষ্টিছাড়া কাজে ও
রূঢ় বাস্তবে ।।
0 Comments