বন্ধমুখের গতিবিধি

 বন্ধমুখের গতিবিধি

- অভি বণিক



ওইযে চিৎকার।

শুনছো?

ওখানে উত্তর মেরু,ধাওয়া করে আজন্মকাল।

পকেটে রাখে বিদ্ধ বুলেটের বাকি ইতিহাস।

শোঁ শোঁ করে দাবরে বেরায় অলি গলি।

অনুভব করতে কি পারছো?

না বুঝলে ক্ষতি আমার কিংবা তোমার অথবা অন্যকারো।

মানবতা নাম হলেই হলো।

সব যাক চুলোয়,

ছাই হয়ে মিশে যাক ধুলোয়।

এতো ব্যস্ততা কিসের?

কোথায় তোমার গন্তব্য?

ভয় পেয়ো না,

শুধু মরনেই ভরে দেবো তোমার সারাটা কালরাত্রি।

বুড়ো আঙুল দেখাক,ক্ষতি কি?

আমি গোপনে ঘেউ ঘেউ করে যাবো।

কামড় টা সঠিক জায়গায় হলেই হলো।

হোক না সেটা বেঠিক কিংবা নিরীহ ইঁদুর।

আমার সিদ্ধি হাসিল তো হবে।

নয়তো কিভাবে বলবো,

"হে জনগন,ব্রীজটা তোমাদেরই থাক,

বাকি রড, সিমেন্ট, বালু এসব না হয় না'ই বা পেলে।জান নিয়ে বেঁচে থাকো।মুখে কথার বুলি ফুটলেই তবে, সোজা সাত নম্বর আসমানের পথ খোলা তোমার জন্য''।

Post a Comment

0 Comments