অব্যক্ত যাতনা
- মিথুন বড়ুয়া
অনুভূতি'রা ভারী অদ্ভুত!
কোন এক ঝুম বর্ষা'য় ভিজতে ভিজতে কিশোরী হয়তো প্রথম প্রেমের শিহরণ টের পায় অথচ কাউকে বোঝাবার মত সঠিক শব্দ তাঁর জানা থাকে'না।
অভিমানের একটা নাম আছে, কিন্তু ভেতরের রক্তক্ষরণের কোন ভাষা থাকে'না।
অপেক্ষার যন্ত্রণা হয়তো কিছুটা বোঝানো সম্ভব তবে অপেক্ষমাণ প্রহর গুলো'তে অসংখ্য দুশ্চিন্তার ছোট ছোট আঘাত অপ্রকাশিতই থেকে যায়।
মোটা মানুষ'টা রোজ সহস্র টিপ্পনীর সাথে মানিয়ে নেবার যুদ্ধ করে, তাঁর কষ্টের একটা ব্যাখ্যা হয়তো দেয়া যায়, কিন্তু নিজেকে বহন করার কষ্টগুলো ব্যক্তিগত যন্ত্রণার ভাগাড়ে জমা হয় পরজীবী ছত্রাকের মত।
যে শ্যাম বালিকা রোজ ফর্সা হবার চেষ্টায় অসংখ্য প্রসাধনীর আশ্রয় নেয়, তাঁর নিজেকে ভালোবাসতে না-পারার হাহাকারটা মৃত্যুর মতই ভয়ঙ্কর!
সিগারেট বর্জনের প্রতিজ্ঞা ভাঙার আলাদা একটা কষ্ট আছে, এই অনুভূতি বোঝাবার কোন মাধ্যম নেই।
অথচ ব্যর্থতার দায়টুকু রং উঠা চশমার মতই বিব্রতকর!
0 Comments