আমাদের দেশের তথাকথিত বিজ্ঞান
- Bristy La wayfarer
আমাদের দেশে বিজ্ঞান মানে হচ্ছে A+ পাওয়া, মেডিকেল এবং বুয়েটে চান্স পাওয়া। এরথেকে বেশি বিজ্ঞান না তারা জানতে চান বা বুঝতে চান। নিজের নামের আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার ট্যাগটুকু লাগাতে পারলেই শান্তি তাদের। বিজ্ঞান তাদের পেট পালা এবং ভাব নিয়ে চলার একটা মাধ্যম মাত্র।
ক'জন অনুধাবন করেছে বিজ্ঞানকে? অনুভূতির গভীরে নাড়া দিয়েছে ক'জনার? প্রশ্বাসে মিশেছে ক'জনার? বিজ্ঞানের চেয়ে বড় অনুভূতি যে আর হয়না এর উপলব্ধি ক'জনার ই বা আছে?
"পিকে সিনেমায় একটা কথা বলে, I love chicken মানে এই নয় যে তার মুরগী প্রাণীটির প্রতি ভালোবাসা আছে। এটা দ্বারা মানুষ এই বুঝায় যে আজ লাঞ্চ অথবা ডিনারে তারা মুরগীটা খেতে চায়।"
আমাদের দেশের তথাকথিত বিজ্ঞান প্রেমীদের অবস্থাও তাই। তারা লাইন টু লাইন বিজ্ঞান গিলে, এর ভালোবাসা বিন্দুও বোঝেনা।
এজন্য আজ ও এদেশে বিজ্ঞানের আসল ছোঁয়া লাগেনি, দূর থেকে গা ভাসিয়ে আছে শুধু।
0 Comments