পোশাক ও নারী
- শিপন সরকার
নিউটনের মত একটা অহেতুক প্রশ্ন করি। মানুষ পোশাক পরে কেন? আপেল নিচে পরে কেন প্রশ্নটা অহেতুক হলে উত্তরটা বিশাল।এখন মানুষ পোশাক পরে কেন? এটার উত্তরটা হবে কারণ, সে মানুষ।
আর মানুষ, মানুষ হয়ে এমনি এমনি উঠেনি। মানুষের বিশেষ কিছু গুণ আছে যা অন্য প্রাণীর থেকে আলাদা।মানুষ,মানুষ হয়ে ওঠার পেছনে যে উল্লেখযোগ্য গুণটা তা হলো মানুষ অন্যের মাঝে নিজেকে দেখতে পারে, নিজেকে ভাবতে পারে। পোশাক আবিষ্কারের কারণ এই একটাই।মানুষ শীতবস্ত্র যেটা পরিধান শুরু করেছে সেটা একদম আলাদা ব্যাপার।তবে পোশাকের আবিষ্কার যে কারণেই হোক না কেন পোশাকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে যৌনাঙ্গ কে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। আর যৌনাঙ্গ কে পুরোপুরি নিষিদ্ধ করেছে ধর্মের মাধ্যমে পুরুষ তন্ত্র। সাথে পোশাক এবং যৌনাঙ্গের ব্যবহার বৃদ্ধি করেছে।
পুরুষতন্ত্রের সফল আবিষ্কার নারীকে শাসন করতে পোশাকের জুড়ি নেই। নারীকে শাসন করতে পোশাক অজুহাত মাত্র। নারীকে শাসন করা পুরুষের পক্ষে সহজ হয়েছে কারণ হলো পুরুষ দলবদ্ধ প্রাণী আর নারী বিচ্ছিন্ন, ঘরবন্দি। তাই পুরুষের দলে অনেক নারীকে সক্রিয় ভূমিকায় দেখা যায়। তারা শুধু নারী এবং যৌনবস্তু তার একটুও মানুষ না। এদের জন্য নারীবাদ সফল হয় না।
পুরুষ নারীকে দুর্বল দেখতে পছন্দ করে, সাজিয়ে রাখতে ভালবাসে,আঘাত করতে আনন্দ পায়।
0 Comments