।।সুমন বিশ্বাস।।
একদা ফটিক রাজার সভায়
কহিলো, ভিক্ষে চাই,
ঘরেতে আমার, পরিজন কাঁদে
খাবার কিচ্ছু নাই।
রাজন শুধায়, জানাও আমায়
কী কাজ করিয়া খাও,
কী বা পরিচয়, থাকো বা কোথায়
বিস্তর বলে যাও।
জানায় ফটিক, প্রভুর রাজ্যে
বাস করি বহুদিন,
বসতের জমি, আবাদের ভূমি
ভাঙনে হয়েছে লীন।
নত মস্তকে, করজোড় করি
আরও সে বলিলো, আমি—
বন থেকে ডাল, পাতা খুঁটে নিয়ে
বাজারে বেচতে নামি।
আর কোনো আয়, নাই মহারাজ
খাবার জোটে না রোজ,
পেটের খিদেয়, নিদারুণ জ্বালা
সারাদিন করি খোঁজ।
গর্জে উঠিয়া, কহেন ভূপতি
ফটিকেরে চিৎকারে,
চুরি অপরাধ, করিয়া আবার
চাইতে এসেছো দ্বারে?
এই কে আছিস, পেয়াদা-সেপাই
তাড়াতাড়ি সব আয়,
আমার রাজ্যে, এতো অনাচার
মসনদ বুঝি যায়।
ধরে নিয়ে ওরে, নিক্ষেপ কর
আঁধারের কারাগারে,
একের সাজায়, করিবো এমন
সকলের যাতে সারে।
কাঁদিয়া ফটিক, কহিলো—কপাল
এ কেমন মানবতা,
দানের বদলে, দণ্ড মিলিলো
বলিয়া সত্য কথা।
তোমাদের হেতু, আমরা ফকির—
বলি যদি এই মুখে,
হয়তো কয়েদ, বাদ দিয়া ফের
বাণ মেরে দিবে বুকে।
ন্যায্য পাওনা চাইবো কী আর
দস্যুর বসবাসে,
গরিবের দলে স্রষ্টাও নাই
শোষকই সদা হাসে।
0 Comments