বেমানান

 বেমানান

- অভি বণিক 



একরাশ অবাধ্য হতাশা যখন 

প্রতিনিয়ত গিলে খায় নিউরন

লাখো নক্ষত্রের ভীড়ে জিম্মি হতে থাকে

অন্ধকারে ঘেরা কায়া,

কোথাও কেউ নেই

তবু একা পথ

বাঁচার তাগিদে হাপিত্যেশ 

ভালোবাসায় অবক্ষয়,

ডাস্টবিনে পরে থাকা আধখাওয়া  শুকনো রুটির মতো

থমকে দাঁড়ায় ঘৃণা 

নিশ্চুপ খামখেয়ালীপনা ছুটে পালায় অস্তরাগে।

আর আমি ভাবতে থাকি,

মানুষ কেনো বাঁচে?

Post a Comment

0 Comments