কবি,তোমার জন্যে
- হালদার সুষ্মিতা
বৃষ্টিহীন শুকনো দুপুরে একফোঁটা ঘাম যেভাবে উঠোন আহবান করে
সেভাবে তোমাকে শুষে নিচ্ছিলাম কবি!
কবি মানেই, নপুংসক, চরিত্রহীন,লম্পট নয়
কবি মানে, স্নিগ্ধতা,সরলতা, মুগ্ধতা।
হয়তো আমাদের অদেখার দেখা ভুল
আমি বিশ্বাস করি
তুমি সেই কবি,যে মানুষের কথায় শব্দ দেয়।
হয়তো আমাদের চুমু খাওয়া ভুল
হয়তো কোথাও হাতে হাত রেখে হারিয়ে যাওয়া ভুল
তবু বিশ্বাস করি
তুমি সেই কবি,যে শুধু সৌরভ ছড়ায়
কৃপাণতা নেই কবিত্বে,কাব্যিকতায়।

0 Comments