সহজেই সস্তা?

 সহজেই সস্তা?

- ফারহা দিবা ঐশী



কেও নুড আঁকে তার মানে এই না যে,সে সস্তা, তাকে আপনি যেমন ইচ্ছা তেমন অপ্রতিকর প্রশ্ন করতে পারবেন।নুড আর্ট কোন বিকৃত যৌনচর্চা না।


কেও ভার্জিনিটি ট্যাবু তে বিশ্বাস করে না তার মানে এই না যে...আপনার কু প্রস্তাবে সে রাজি হবে।


কেও নারী স্বাধীনতার কথা বলে মানে এই না যে, আপনি যা বলবেন তাই সে স্বাধীন ভাবে করবে, ব্যাক্তিস্বাধীনতা আছে মানেই তার কোন ব্যাক্তিত্ত্ব নেই এমন চিন্তা ভাবনা বন্ধ করেন।


কেও খুব খোলা মনে কথা বলে তার মানে এই না যে আপনি প্রথম দেখাতেই তাকে তার একান্ত ব্যাক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করবে


কেও আপনার সাথে খুব বিনয়ের সাথে কথা বলে তার মানে এই না সে আপনাকে ভয় পায়,তার মানে এই না সে আপনাকে দেবতা আর নিজেকে তুচ্ছ মনে করে।


কেও বিনয়ের সাথে নিজের দোষ স্বিকার করে বলে এই না যে সে খুব সহযে ম্যানুপুলেটেট হয়। 


 কেও খুবি আবেগপ্রবন তার মানে এই না সে emotional fool আসলে  সে emotionally full.

Post a Comment

0 Comments