পাইনি তোমায়

 পাইনি তোমায়

- তানবীর আহমেদ 



পাইনি আমি একটি বারেও ধরতে তোমার হাত।

তোমায় ছাড়া কাটছে দিবস, কাটছে আমার রাত।

হয়নি বসা তোমার পাশে, ছোট্ট কোনো নদীর বাঁকে! 

একলা আমি আমার সাথে, যাচ্ছে সময় তোমায় ভেবে।

যাইনি কভু তোমার সাথে, পাহাড় চূড়ায় ঝার্ণা ধারে!

হয়নি দেখা গোলাপ রাঙ্গা, তোমার চুলের খোঁপায় ফোটে। 

পাইনি তোমার চোখের দেখা, কেমন করে মুক্তা ঝরে?

হয়নি শোনা তোমার হাসি, পাইনি আমি তোমায় বলে।

পাইনি ওগো তোমায় আমি, পাইনি তোমার হাত!

তোমায় নিয়ে ছন্দ লিখে কাটছে আমার রাত।

Post a Comment

0 Comments