নারীবাদ: ইথিক্সহীন ট্রেন্ড বানিয়ে ফেলছেন না তো?

 নারীবাদ: ইথিক্সহীন ট্রেন্ড বানিয়ে ফেলছেন না তো?

- RD Ritu 



আজকাল নারীবাদ একটা ট্রেন্ড হয়ে গেছে। আমি জানি নারীবাদ দরকার আছে কিন্তু আপনি একটা মোটামুটি শিক্ষিত মানুষ এর কাছে গিয়ে নারীবাদ নিয়ে লেকচার দেন দেখবেন অনেকেই পারলে দুইটা গালি দিয়ে যাবে! 

কখনো ভেবে দেখেছেন এটার কারণ কি? 

কারণ অবশ্য একটা দুইটা না, কারণ অনেক আছে! 

মাঝে মাঝে মনে হয় এখন নারীবাদ মানেই নগ্নতা কে সাপোর্ট করা! কেউ একজন নগ্ন নারী শরীর আর্ট করছে সেটা পৃথিবীর সেরা সৃষ্টি! কোনো নারী মডেল ড্রেস ছাড়া মডেলিং করছে, সেগুলো পৃথিবীর সেরা পিকচার!

নারীবাদী গুলাকে কখনো দেখেছেন রাস্তার পাশে মাটি কাটা মহিলা গুলো যে পুরুষ দের থেকে ১০০ টাকা কম পায় সেটা নিয়ে কথা বলতে? 

কজন কে দেখেছেন তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কথা বলতে?

ভুল ভবিষ্যৎ চোখে পড়ে এগুলো!

ঘুরে ফিরে নারীবাদ নারীর পোশাক আর শরীরের মধ্যে আটকে আছে। হ্যাঁ, আমি জানি শরীরটায় সব না, সেটা বোঝাতে গিয়ে ঘুরে ফিরে নিজেরাই প্রমাণ করে চলেছেন শরীরটায় সব! 

ব্যাপার টা হাস্যকর না?

আমার লিস্ট এও এমন মানুষ দেখেছি নিপল দেখানো পিক আপ দিয়ে বা আগাগোড়া সঙ্গম আর সেক্স নিয়ে লেখা লিখে নিজেকে নারীবাদী দাবি করতে! 

(আচ্ছা নারীবাদের গড মাদার তসলিমা নাসরিনকে কখনো দেখেছেন নিপল দেখায় পিক আপ দিয়ে নিজের পাঠক বাড়াতে??)

আবার তার কমেন্ট বক্স এ "দুধ কতো টাকা কিলো, মাল কি ভিতরে বাইরে সমান" টাইপ কমেন্টস! আমার রুচি তে বাঁধছে সব কমেন্ট পড়তে! 

আর বাকি যে তেল মারা কমেন্ট ছিলো সেগুলার বেশিরভাগ খুব সম্ভবত শরীর প্রদর্শন পছন্দ করা নারীবাদী দের! 

কথা হচ্ছে আপনি ড্রেস এর নিচে ব্রা পরে পিক দিবেন না টোটালি সব কিছু ছাড়া পিক আপ দিবেন সেটা আপনার ব্যাপার! বা আপনাদের কোন কোন নারীবাদী সাপোর্ট করবে সেটা তাদের ব্যাপার! 

কিন্তু অভিযোগ টা তখন আসে যখন এই নারীবাদী গুলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সময় নারী শরীর দেখানো প্রতিযোগিতা বলে চিল্লায়, অথবা শ্যাম্পূর বিজ্ঞাপনে নারী কে ইউজ করতেছে বলে চিল্লায়!

মানে নিজের বেলায় ষোলো আনা!

নারীবাদ মানে শুধু আপনার নিজেকে নগ্ন করার অধিকার আদায় নয়, নারীবাদ মানে শুধু আপনি আপনার স্বামীর সাথে সেক্স করবেন না প্রতিবেশীর সাথে করবেন সেই অধিকার আদায় নয়!

বাপের বা স্বামীর টাকায় খেয়ে দেয়ে নারী পুরুষ সমান অধিকার চাই বলে চিল্লালেই নারীবাদ হয় না! 

নারীবাদ কি সেটা বুঝতে শিখুন আগে!

Post a Comment

0 Comments