যে কারণে আমি একাডেমিক পড়াশোনা ছাড়তে চাই

 যে কারণে আমি একাডেমিক পড়াশোনা ছাড়তে চাই

- লামিয়া ইসলাম 



আমার চোখে দেখা ঢাবিয়ান ঢাকা কলেজের এক স্যার ঢাকা কলেজের এক ছাত্রকে অপমান করছিল কেননা তারা ঢাকা কলেজের।খুব বলতে ইচ্ছে হচ্ছিল সেদিন, যে শিক্ষা আমাকে অহংকার শেখায়,যে শিক্ষা আমাকে মানবতার শিক্ষা দিতে পারে না, যে শিক্ষা আচরণকে নমনীয় সুন্দর না করে, ভেদাভেদ করতে শিখায়,অপমান করতে শিখায়।শিক্ষার সুযোগ সবাই পাচ্ছেনা কেন? এই প্রশ্ন না তুলে, যারা পাচ্ছেনা তাদের নিয়ে হাসাহাসি করতে শিখায় সে শিক্ষা আমি প্রত্যাখ্যান করতে চাই।কিন্তু সাহসে কুলালো না, কারণ আমি তখন আরো ছোট। আর উনি হাজার হোক ঢাকা কলেজের টিচার।


অন্যদের কথা বলছি কেন? নিজের কথাই বলি, তখন আমি সদ্য জেএসসি পাশ করেছি।রেজাল্ট ভালো। আগ্রহ মহাকাশ,কসমোলজি,এস্ট্রনমি,রোবোটিকস,জেনেটিক্স এসবে, আর আমি ছোট থেকেই সায়েন্টিফিক মানুষ, যুক্তিবাদী মানুষ। 

তো এক ফ্রেন্ড এসে বলছিল ও মানবিকে ফ্রম তুলেছে আমি কোন গ্রুপে নিব। আমি হ্যা এই আমিই, প্রচন্ড বিদ্রুপের হাসি দিয়ে বলছিলাম,অবশ্যই সায়িন্স।মানবিক একটা বিভাগ হলো? 

কে জানত এই আমি একসময় দর্শনের প্রেমে পড়ব।সাহিত্য আর ল নিয়ে প্রাতিষ্ঠানিক ভাবেই পড়ব, রাজনীতি মানে পৌরনীতী, রাস্ট্রবিজ্ঞান,অর্থনীতি,ইতিহাস আগ্রহ নিয়ে পড়ব।


সেই কথা এখন মনে পড়লে নিজের কাছে এতো লজ্জা লাগে,,,, যেন বলি হায় ধরনী দিধা হও। 

এই দোষ পুরোপুরিই কি আমার ছিল?তখন আমার নিজের চিন্তাভাবনার ক্ষমতাটাই বা কতটুকু।চারপাশের হেজমনি দ্বারা পুরোপুরি না হলেও অনেকটাই বায়াসড(এখনো বায়াসনেস থাকতেই পারে কোনো বিষয়ে)।আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদের মাথায় এমনভাবে ঢোকানো হয় যেন সাইন্স না নিলে জীবন বৃথা, মানবিকে সবচেয়ে রসালো এবং মাস্টারপিস সাবজেক্টগুলো নিয়ে কোনো কথা নাই।


ঢাবিতে চান্স পাওয়ার সাথে সাথে পোলাপানদের ট্যাগ দেয় গর্বিত ঢাবিয়ান, প্রাচ্যের অক্সফোর্ড ব্লা ব্লা।অথচ শিক্ষা মান দিনকে দিন বাজে হচ্ছে।গবেষণার মান কমছে। এদিকে গর্ব আর অহংকারে মাটিতে পা পড়ে না। সাত কলেজের পোলাপানদের প্রকাশ্যে হাসি তামাশা করা এদের কালচার হয়ে দাঁড়াচ্ছে।অন্যান্যদের নিজের থেকে নিকৃষ্ট এবং প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছাড়া মানুষদের এরা মানুষই মনে করেনা। এই দায় কি শুধু শিক্ষার্থীদের? নাকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেমের প্যাটার্নের?এরা কি মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছে?স্বশিক্ষিত মানে বোঝে? সামান্য সেক্স এডুকেশন  নাই,সাইকোলজি নিয়ে চর্চা নাই, আই হেইট পলিটিক্স বলে দেশের প্রতি দায় দায়িত্ব কর্তব্য ইজিলি এড়ায় যায়, সত্য বলার মেরুদণ্ড নাই। মানুষের জায়গা কিছু মুখস্ত বিদ্যায় ঠাসা,অন্তসারশূন্য, অহংবোধে ভরা ঘুষখোর,রেপিস্ট তৈরি হচ্ছে। সাদা হওয়ার ক্রিম মাখার কম্পানির বিজ্ঞাপন দিয়ে উদোক্তা হচ্ছে। রেসিজম যাদের শিরায় শিরায়।রাজনীতি করলেও শুধু ক্ষমতার দুর্নীতির রাজনীতি। এই ই কি শিক্ষার আসলে উদ্দেশ্য ছিল?

Post a Comment

0 Comments