শুধু নারীর জন্য নয়, নিরাপদ সড়ক চাই সবার জন্যই।

 শুধু নারীর জন্য নয়, নিরাপদ সড়ক চাই সবার জন্যই।

- লামিয়া ইসলাম 



 নারীরা নিরাপদ সড়ক চাইলেই মনে করে শুধু নারীদের জন্যই চাচ্ছে।নেতারা ভাষন দেয় নারীরা যাতে রাতে পথ চলতে পারে সে ব্যাবস্থা নেয়া হবে।আলাদা করে নারীর জন্য বলাটা কি তাদের দুর্বল বোঝানোর ইংগিত?যাই হোক তবে নিরাপত্তা নারী-পুরুষ বা তৃতীয় লিংগ সবারই দরকার।রাতে শুধু নারীর নিরাপত্তা কেন এক্টা ছেলেরো দরকার।ছিন্তাইকারীর কবলে যেন না পরে।তার দরকার নেই?এইযে সড়ক দুর্ঘটনার আন্দোলন সেটা কিন্তু নারীপুরুষভেদে নিরাপদ সড়ক চেয়েই আন্দোলন।আঈন সকল মানুষের জন্য সমান।আলাদা করে নারীর জন্য ঐটা করবোর দরকার নেই মনে হয়।উন্নত দেশে বাসে ট্রেনে কোথাও নারীর জন্য এক্সট্রা সিট বরাদ্দ থাকে না।প্রচন্ড ভীড়েই সবাই বাস বা ট্রেনে জার্নি করছে।আবার কেউ হ্যারেসমেন্ট হচ্ছে না। যার যার মতো বসা বা দাড়াঁনো।সমরেশ মজুমদারের সাতকাহন পড়ার পর থেকে যখন কেউ বাসে সিট ছেড়ে দিত আমার ইগোতে লাগত।মনে হতো দুর্বল ভেবে দয়া করলো। কিন্তু এখন যা পরিস্থিতি দাড়াঁনোর চেয়ে বসা নিরাপদ বোধকরি তাই বসে পড়ি।একটা দীর্ঘ সময় মেয়েদের মানুষ বলেই ভাবা হতো না।এখন হয় কিন্তু নারী হিসেবে হয়, মানুষ না।কবে ভাববে কে জানে।যারা যত আগে শিখেছে তারা তত তাড়াতাড়ি সভ্য দেশের নাম পেয়েছে।আশা করি কোনো একসময় আমাদের দেশ ও হবে।আমরাও পাবো এক নিরাপদ সড়ক। সকল মানুষের জন্য। আর নারীরা এটা কখনোই নিজের জন্য চায়না, চায় সবার জন্য।এক্টা বৃদ্ধ লোক, স্টুডেন্ট,সকল বয়সের সকল লিংগের জন্য নিরাপদ সড়ক।কারন নারীরা এরম যত্নশীলই হয়।

Post a Comment

0 Comments