আবেগপ্রবণ মানুষদের নিয়ে সমস্যা হলো, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া একটু আঘাতেই মন খারাপের দরিয়ায় ভাসতে থাকে তারা। আবার সুবিধেও ঠিক ততোটাই! এরা সব আঘাত ভুলে গিয়ে আনন্দের সাগরে ডুবে যায়, সেই মানুষটার কাছ থেকে একটু হাসিমাখানো কথা শুনতে পেলেই।


                                                             - সুমনা সাহা