কেনো,,,,,,,?

 কেনো,,,,,,,?

কাকলি চক্রবর্তী 



এত গুলো লোকের কাজ গেল কেনো?

কেনো বন্ধ হলো কারখানা?

আমি ও তো ধরে ছিলাম ছাতা,,,,

আমি ও তো তোমায় করে ছিলাম রাজা,,,

হাজার মানুষের ভিড়ে আমিও তো ছিলাম,

একেবারে পিছনের সারিটিতে,,,


তুমি দেখোনি আমায়,,,

আমি ও কী দেখেছিলাম তোমায়?

না,,,

আমি তোমায় দেখিনি,

দেখতেও চাইনি কোনো দিন,

আমি শুধু দেখেছি একটা চিহ্ন,

কিছু বিশ্বাস,

কয়েকটি দেওয়া কথা,

যা বদলাবে আপামর জন সাধারনের

ভাগ্য গাথা,

আমার হাতে ব্যানার, মুখে স্লোগান,

বিদ্যুৎ থাকবে, জল আসবে,

চাকরি হবে,,

নারীদের বজায় থাকবে আত্মসম্মান,,,

কারখানা খুলবে, শিল্প হবে,

হবে নগর উন্নয়ন,,,,

রাতের জীবন ও হবে শান্তির,

স্বস্তিময়,,,

ভুখা পেটে দিন রাত শুধু প্রচার  প্রচার

আর প্রচার,,,

তোমার প্রসস্তির গান,

পদ্য  গদ্য ময়,,,,,


যে গ্রাম্য মেয়ে টি শহরে আসে,

স্কুলে অথবা  কলেজে পড়তে,

তার গ্রামের পথে,

নেই আলো,

নেই উপযুক্ত পরিবেশ,,

তাই বড়ো আশা,

সেই পথ খানা হবে উপযুক্ত,,

যাতে আর কাউকে ধর্ষিতা না হতে হয়,,,,

সেই যে মা জঙ্গলে কাঠ কুড়ায়,

তার পিঠে বাঁধা এক সন্তান,

আর এক সন্তান চলে তার সাথে সাথে,,

কাঠ কুড়িয়ে তার উনান তো জ্বলে,

কিন্তু খাদ্য?

খাদ্যের কথা আর নাই বা বললাম,,


যে ছেলেটি উপযুক্ত কাজের অভাবে

গলায় দিলো ফাঁশ,

কত ডিগ্রি তার,

কতই না শিক্ষা দীক্ষার বেড়া জাল,,,,


উপযুক্ত কাজের অভাবে আজ তার,

কড়ি কাঠে আশ্রয়,,,

আমি তোমার  ছত্র ছাওয়ায়,

তার জন্য ও স্লোগান দিয়ে ছিলাম,,,,

স্লোগান দিয়ে ছিলাম,,,,,

বাজার দরের বৃদ্ধি, বাসের ভাড়া,

ট্রেনের উপযুক্ত পরিসেবা,,

কী না ছিল সেই সমস্বর চিৎকারে,,,,

সর্ব পরি ছিল নারীদের অধিকার,

নারী নিরাপত্তা,,,,


তুমি বলে ছিলে সব হবে,

সব হবে জনগন যা চায়,,,

শুধু ই সিংহাসনে বসার অপেক্ষায়,,,


আজ তুমি রাজা,,

তোমার সোনার সিংহাসন,,

তবুও কেনো আমি গাইতে পারিনা

রবি ঠাকুরের সেই গান,,


আমরা সবাই রাজা

আমাদের এই রাজার রাজত্বে,,,,


তাহলে কী আমি হয়ে যাবো

সন্ত্রাস বাদী    বা

উগ্র পন্থী?

নয়তো চক্রান্তকারী কেউ?


অথবা   হীরক রাজার দেশের সেই

ষড়যন্ত্রী?

যে মানুষ টি বলে ছিলেন,,,,,

দড়ি ধরে মারো টান

রাজা হবে খান খান,,,,,


আমি অপেক্ষায়,,,,,,,,,,,,

বহু দিন হয়ে গেল পাড়,,

আমার  সহ্যর বাঁধ ধীরে ধীরে যায় ধুয়ে,,,,

হাজার সহস্র প্রতিজ্ঞা

জমে জমে হয়েছে পাহাড়,,,,

কবে হবে সেইসব প্রতিজ্ঞা পূরণ,


আজও অপেক্ষায় আছি আমি,,

অপেক্ষায় আছি সেই ছোট্ট ছেলেটার,,,,


যে এসে বলবে,,,,,,,,,,

"রাজা তুমি উলঙ্গ,,,,,

তুমি উলঙ্গ রাজা,,,,


রাজা তুমি উলঙ্গ,,,,,,

তুমি উলঙ্গ রাজা,,,,,

Post a Comment

0 Comments