কোন এক অবেলায়

 কোন এক অবেলায়

- হালদার সুষ্মিতা 



আমাকে তোমার মনে পড়বে।

মনে পড়বে একটা কাঠগোলাপের

পাপড়ি কিংবা আলকানন্দা দেখে। 

আমাকে মনে পড়বে 

মধ্য রাতের বৃষ্টি ভেজা জানালায় হাত রেখে। 

একদিন ভীষণ পাগল ছিলাম, 

রাস্তার শেষে, 

কাঠগোলাপ খুঁজে আনার বায়না জুড়ে দিতাম। 

একদিন ভীষণ ছেলেমানুষ ছিলাম।

আলকানন্দা দেখিয়ে জিজ্ঞেস করতাম, 

বলোতো কি ফুল, অথবা কার দেয়া নাম! 

একদিন ভীষণ ছন্নছাড়া ছিলাম, 

তোমাকে নিয়েই ভিজতে যেতাম কোন জঙ্গলে। 

আমাকে তোমার মনে পড়বে, 

সেই বিবর্ণ রাতগুলোতে

যেখানে কেউ আর কোথাও তোমার অপেক্ষায় নেই। 

বিশ্বাস করো,

আমি সুস্থ হয়ে গেছি। 

 আমি বড় হয়ে গেছি। 

 আমি নিজেকে গুছিয়ে নিয়েছি।

আমার আর কাঠগোলাপ খোঁজা হয়না,

আমার আর বৃষ্টি ভালো লাগে না। 

আমি আর আলকানন্দারর কুড়িতে স্বপ্ন বুনি  না।

আমি জেনে গেছি,

রাস্তার শেষে  কাঠগোলাপ অপেক্ষায় থাকে না। 

আমাকে তোমার মনে পড়বে, 

এই সমতলে এলে।

Post a Comment

0 Comments