হিপোক্রেসি
- মমতা মম
সারাজীবন বেপর্দা চলাফেরা করে,দেহ বিক্রি করে, ঘুষ খেয়ে,দুর্নীতি করে শেষ জীবনে এসে সবাই আল্লাহ রাসুলের নাম করে,পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে।অর্থাৎ তাদের কাছে ইসলাম মানে শুধু মানুষের সামনে আল্লাহর নাম নেয়া আর পাঁচ ওয়াক্ত নামাজ দেখানো।এটুকুতেই ইসলাম সীমাবদ্ধ।আর যে কী কী বলা আছে ইসলামে সেগুলোর কথা কারো মনে থাকে না।মনে থাকলেও ওগুলো মনে হয় ইসলামের নিয়ম না।তাইতো যে অভিনেতা/অভিনেত্রী পর পুরুষ-নারীদের সাথে ঘষাঘষি করে অভিনয় করে সেও শেষে শুধু আল্লাহর নাম বলে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।আর যে আমলা বা মন্ত্রী ঘুষ খায়,দুর্নীতি করে সেও বড় বড় দাড়ি রাখে আর নামাজ দেখায়।আবার কোনো কোনো পাবলিক আছে যারা ওদেরকে সাজেশন দেবে এখন নামাজ পড়ুন।তাহলেই অতীতের গুনাহ মাফ হবে।
তার মানে বর্তমানের প্রেক্ষিতে বলা যায়,টাকা যেভাবেই পারো কামাই করো।হোক সেটা দেহ ব্যবসা কিংবা দুর্নীতির পয়সা।তারপর হজ্জ করো, নামাজ পড়ো আর দু চার পয়সা ফকিন্নিদের দান করো মানুষকে দেখিয়ে দেখিয়ে।তাহলেই জীবনের সব গুনাহ মাফ।আর এটাই মনে হয় বর্তমানের প্রেক্ষিতে ইসলাম।টাকাটাই যে মূল এটা কেউ স্বীকার করতে চায় না।আর ইসলাম পুরোপুরি মেনে কেউ এতো বিলাসবহুল জীবন-যাপনও করতে পারবে না যেভাবে আমলা-মন্ত্রী,অভিনেতা/অভিনেত্রী কিংবা ধনী লোকগুলা করে।তাই বলা যায়, ইসলাম মানেই শেষ বয়সে রোযা,নামাজ পড়া আর হজ্জ করা।তবেই বেহেশত পাওয়া যাবে নিশ্চিত।যৌবনের কোনো হিসাব হবে না ইসলামে।হিসাব শুধু শেষ বয়সের হবে।
(বিঃদ্রঃ-মাঝখান থেকে আবার কেউ আমাকে ভুল বুঝে কুপাতে আইসেন না যে আমি ইসলামকে ব্যঙ্গ করেছি।)

0 Comments