আমার মা

 আমার মা

- মৌটুসী চ্যাটার্জি



শুনেছি আমাদের জন্ম নেওয়া পরিবারে পর পর মেয়ে হওয়া নিয়ে অনেকের অসন্তুষ্টি ছিলো!মাথায় হাত দিয়ে তারা তোমাকেই দোষারোপ করেছিলো।কিন্তু আমাদের জন্ম হলে তুমি বলেছিলে "তোদেরই তো চেয়েছিলাম আমি"

তবু আজ অনেক অভিযোগ নিয়ে এসেছি মা৷ 

প্রথমবার স্কুলে ভর্তি করানোর পর আর কোনদিন আর পাঁচটা অবিভাবকদের মতো বসে থাকোনি স্কুলে অথবা আনতেও যাওনি।

কখনো কোনো রেজাল্টশীট হাতে নিয়ে দেখোনি কতো নাম্বার এসেছে।

স্কলারশিপ পেলেও কোন আহ্লাদিত হওনি।

সন্ধ্যে নামলে জানতে চাওনি  কেন পড়তে বসিনি? কেন অসময়ে টম এন্ড জেরি বা ঠাকুমার ঝুলি দেখছি।??

তোমার ব্যস্ততার জীবনে তোমার একটা ফোনের অপেক্ষা করতে হয়েছে সারাদিন ধরে।আমার কি প্রয়োজন শুধু এতটুকুই জানা।কেন প্রয়োজন জিজ্ঞাসা করার সময় তোমার কই?কস্ট পেতাম হয়তো ঠিকই।

কিন্তু আজ বুঝি তোমার যুদ্ধ করা অন্যরকম এই জীবনে তুমি শুধু আমাদের না অনেকের জন্যেও।

তবে দিন শেষে আমাদের কাছে জানতে ভুল হতো না।আমাদের মন ভালো আছে তো।বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি তো?

সবার মতো হয়তো মুখস্ত বিদ্যাটা শেখাওনি তবে মানবতার সব শিক্ষাটুকু তুমি দিয়েছো উজার করেই।রেজাল্টের উপর জোর না দিয়ে একজন মানুষ হতে গেলে কেমন করে স্বপ্ন দেখতে হয় সেটাতে তুমি কোন কার্পন্য করোনি।

খেলনা বাটি,পুতুল,চুড়ির বদলে এনে দিয়েছো,গল্পের বই,ছবির আকার খাতা,কম্পিউটার৷ 

শুধু নিজের জন্যে না হাজার না পারা মানুষগুলোর পাশে দাড়ানোর ইচ্ছাটা জাগিয়েছো তুমি মা।

Post a Comment

0 Comments