আপেক্ষিক

 আপেক্ষিক 

- অন্বেষা 



আমার তো মনে হয়, সবকিছুই আপেক্ষিক । এই আছে তো পরমুহূর্তেই নাও থাকতে পারে , তাই হয়তো পুরো জীবনটাই আপেক্ষিক । 

যেখানে সবকিছুই আপেক্ষিক , সেখানে কোনো  কিছুর মধ্যে স্থায়িত্ব খুঁজে , শান্তি পাওয়া নিতান্তই বেমানান । 

মানুষের মন সবসময় স্থায়িত্ব খোঁজার চেষ্টা করে সবকিছুতেই । অবশ্যই স্থায়িত্ব টা ভালো কিছু হোক এটাই সবসময় আকাঙ্ক্ষা থাকে । 

সুতরাং, গোটা জীবনটাই যেখানে অনিশ্চিত , সেখানে স্থায়িত্ব আসবে কি করে অন্য সব ক্ষেত্রে ? 

শেষবেলায় গিয়ে যখন সমস্ত হিসেব মেলানো কঠিন হয়ে যায় , তখন শুধু আক্ষেপ আর আপসোস টাই পড়ে থাকে সঙ্গী হিসেবে । 

তাই জীবনটা এমনভাবে কাটানো উচিত যেন আগামীকাল মৃত্যু , ভবিষ্যতের কথা চিন্তা না করেই বর্তমান কে হিসেব করে চলা উচিত । যেখানে ভবিষ্যৎ টা অস্পষ্ট, বর্তমানে সেই নিয়ে ভেবে , মন খারাপ করে , একে কেন এমনি এমনি খারাপ করে তুলব ?

Post a Comment

0 Comments