ধর্ষণের জন্য পোশাক দায়ী
- মৌটুসী চ্যাটার্জি
ধর্ষনের জন্য পোশাক দায়ী,
সে জন্য মাদরাসায় বোরকা পড়া নুসরাত ধর্ষন হয়।
ধর্ষনের জন্য পোশাক দায়ী,
সে জন্য ৯ মাস ধরে ৬ বছরের শিশু ধর্ষন হয়,
ধর্ষনের জন্য পোশাক দায়ী।
৭০ বছরের বৃদ্ধা ধর্ষন হয়,
৯ বছরের মাদ্রাসার ছাত্র বলাৎকার হয়,
কারণ ধর্ষনের জন্য পোশাক দায়ী!

0 Comments