গল্পটা
- কাকলি চক্রবর্তী
জীবনে একটা গল্প সবার থাকে,
ব্যক্তি বিশেষে বদলে যায় গল্পটা,
কারোর জীবনে গল্প থাকে,
আবার কারোর জীবন টাই
হয়ে যায় একটা গল্প,,,,,,,
জীবনে একটা যন্ত্রণা সবার থাকে,
ব্যক্তি বিশেষে বদলে যায় তার মানে,
কারোর জীবনে যন্ত্রনা থাকে,
আবার কারোর জীবন টাই
একটা যন্ত্রনা হয়ে যায়।
জীবনে একটা স্বপ্ন থাকে সবার,
ব্যক্তি বিশেষে বদলে যায় স্বপ্ন,
কারোর জীবনে স্বপ্ন থাকে,
আবার কারো জীবন টাই
একটা স্বপ্ন হয়ে যায়।
জীবনে একটা ইচ্ছে সবার থাকে,
ব্যক্তি বিশেষে বদলে যায় ইচ্ছে টা,
কারোর জীবনে ইচ্ছে টা টিকে থাকে,
আবার কারো জীবন টাই একটা
ইচ্ছে হয়ে রয়ে যায়।
জীবনে কিছুটা চোখের জল থাকে সবার,
ব্যক্তি বিশেষে বদলে যায়
চোখের জলের মানে,
কারোর জীবনে কিছুটা চোখের জল
হয়তো রয়ে যায়,
আবার কারো জীবন টাই শুধু
চোখের জল হয়ে রয়ে যায়।
জীবনে প্রেম আসে সবার,
ব্যক্তি বিশেষে বদলে যায়
প্রেমের মানে,
কারো জীবনে প্রেম পোষ মানা
পাখি হয়ে যায়,
আবার কারো জীবন টাই একটা
মরীচিকা হয়ে রয়ে যায়।
জীবনে একটা দায় বদ্ধতা সবার থাকে
মানুষ হিসাবে বদলে যায় তার মানে,
কারোর জীবনে দায়বদ্ধতা থাকলেও
থাকতেও পারে,
আবার কারোর জীবন টাই একটা
দায় বদ্ধতা হয়ে রয়ে যায়।
জীবনে একটা সীমাবদ্ধতা সবার থাকে,
ব্যক্তি বিশেষে বদলে যায়
সীমা বদ্ধতার অর্থ,
কারো জীবনে সীমাবদ্ধতা থাকে,
আবার কারোর জীবন টা শুধুই
একটা সীমা বদ্ধতা হয়ে রয়ে যায়।

0 Comments