সমাধান কি?

 সমাধান কি?

বিষাদ বিলাসিনী 



প্রতিটা গ্রামের প্রধান সড়কগুলো এখন পাকা রাস্তা।এই রাস্তাগুলোতে ভারী যান এবং হালকা যানগুলো চলাচল করে।এসব রাস্তায় খুব ভোর থেকে দেখা যায় ৬ থেকে ১৪ বছরের মাদ্রাসার শিশু ছাত্রগুলো ভিক্ষা করে। তারা  গাড়ি থামানোর চেষ্টা করে টাকা আদায়ের জন্য যেখানে একমুহূর্তে তাদের জীবন থেমে যেতে পারে । তো অনেক সময় তাদের হুজুর অভিভাবকগুলো সাথে থাকেনা হয়তো ক্লাস নেয় বা ঘুমায় যাই হোক।ঐসব শিশুগুলো স্থানীয় গ্রামের কিছুসংখ্যক হয়তো বাইরের,এরমানে এদের অভিভাবকগন জানেন তাদের সন্তানদের এবং ব্যস্ত রাস্তায় ভিক্ষা করাচ্ছে কিন্তু তাতে তাদের কোনো প্রতিক্রিয়া নেয়।মাদ্রাসা কমিটি বা এলাকার কোনো মোড়লের টনক নড়ে না।এইক্ষেত্রে শিশুগুলোর মানসিক উন্নতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, হচ্ছে শারীরিক ক্ষতি জীবনের ঝুঁকিতো আছেই..

এই ব্যপারে কি সমাধান নেই??

Post a Comment

0 Comments