বৈষম্য

 বৈষম্য

-  শুভ্র ঊর্মি মালা



অতিরিক্ত family possessive ছেলেদের মা বাবার পছন্দ মত বিয়ে করা উচিত। মা-বাবা খুশি তো ছেলে খুশি। এদের নিজস্ব কোন মতামত, বক্তব্য থাকে না।অন্যের বুলিতে মত মিলায়।কেন জানি তারা ধরেই নেয় অন্যের মেয়ে আসে সংসার ধ্বংস করতে।অথচ আমি কোন বাবা-মাকে এই শিক্ষা দিতে শুনিনি,যে তুমি শশুর বাড়ি গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসবে।বরং বলা হয় ওটাই তোমার আসল ঠিকানা।অন্যথায় কোন ছেলেকে বলা হয় না পরের মেয়েকে কস্ট দিও না।।বরই দুঃখ জনক।

Post a Comment

0 Comments