তুমি জানো তাই
- হালদার সুষ্মিতা
তোমাকে" ভালোবাসি" বলে যতটুকু শান্তি পাই
তার থেকে বেশি শান্তি পাই তুমি তা জানো বলে।
তবু এক পা এগিয়ে জিজ্ঞেস করা হয়না,
কেমন আছো?
জানি, উত্তর দেবে না।
এতো সময় কই!
এই যে তোমার নিশ্চুপ থাকা কত কত প্রশ্নের জন্ম দেয়,
তবু মৌনতা ভাঙার অধিকার নেই ।
ছিলো না কোন কালেও।
কাছাকাছি আসার সেই উন্মাদ রাত গুলি
যেন ক্রমশ এক পিপীলিকা ছুটছে আলোর দিকে,
যেন কি বিশ্রী আনন্দে পুড়বে বলে শেষবার উড়ছে।
তারপর আর আলো নেই,
পিপীলিকা নেই,
শুধু থেকে গেছে সে থাকার অস্তিত্ব।
পিপীলিকা ভালো নেই ।
---মেনে নেওয়ার বিনয় টুকু ছাড়া কি-ই বা আছে!

0 Comments