শুভ নববর্ষ
- কাকলি চক্রবর্তী
ভোরের সূর্য ওঠেনি এখনো,
এখনো ডাকেনি,
ভোরের প্রথম পাখিটা,
এখনো আবছা অন্ধকার ঢেকে রেখেছে
শহর কে,
এখনো জীবন হয় নি সোচ্চার,
এখনো জীবন বেরোয় নি পথে
হাতে নিয়ে ভিক্ষা পাত্র
রাত চলে গেছে আপন গতিতে,
শুধু ফেলে রেখে গেছে তার চিহ্ন।
পুড়ে যাওয়া শব,
গলিতো মাংস পিন্ড,
রক্তের গন্ধে মাছি ভনভন,
দেহের অসংখ্য ক্ষত
বলছে রাতের গল্প।
রাত চলে গেছে আপন গতিতে,
শুধু ফেলে রেখে গেছে তার চিহ্ন।
ভগ্নস্তুপে এখনো কী খুঁজে চলেছে শিশু টি,
সঙ্গে তার পুড়ে যাওয়া খেলনা,
একটি অর্ধ দগ্ধ নারী শবের
পাশে বসেছে শিশুটি,
সনাক্ত করণের বিফল প্রচেষ্টায়
শিশু মন বে সামাল।
ভোর হলো,
একটি দুটি মানুষের কলরব,
প্রভাত রবির কিরণে আকাশ
করেছে আলো,
জীবন আবারো কলরবে
পরিপূর্ণ,
বহু দূরে রক্ত দিয়ে লেখা!
আজ শুভ নববর্ষ,
আজ শুভ নববর্ষ।
0 Comments