এভাবেই হয়
তানবীর আহমেদ
ততো বেশিদিন হয়নিকো কথা, যতখানি বেশি প্রেম!
মনে মনে বুঝি মন মিলে গেলো, ভালোলাগা থেকে প্রেম!
আমি চাইনি তোমার ভালোবাসা, আমি চাইনি তোমার প্রেম!
তবু বেহায়া মনটা যে চায়, প্রেমের বদলে প্রেম।
দেখা হয়নি, জানা হয়নি কতখানি আছে প্রেম?
তবুও আমার ভালোবাসা চায়, তোমায় জড়ানো প্রেম।
কতো আছে আশা, কতো আছে কথা, আছে কতো ভালোবাসা!
তোমার আমার ভালোবাসা- নাকি, আবেগে মিসেছে নেশা?
এভাবেই যদি ভালোবাসা হয়, এভাবেই হয় প্রেম!
এভাবেই তবে ভালোবাসা হোক, এভাবেই হোক প্রেম।
0 Comments