লব্ধিত

অন্বেষা





চিন্তার সীমাবদ্ধতা মানুষকে নিজস্ব পরিসরের গন্ডির বাইরে বেরোতে দিতে ভয় পায় । 

রাষ্ট্র আইন দ্বারা সবাইকে বেঁধে রাখে কারণ যতটুকু তারা সীমা নির্ধারণ করেছে, তা অতিক্রম করে কেউ যেন তাদের দিকে আঙ্গুল তুলতে না পারে ।। 

চিন্তার সীমাবদ্ধতা মানুষ কে দূর্বল, ভীত ও অসহায় করে তুলতেও অনেকাংশে সক্ষম । তাই যতই শারীরিক সীমাবদ্ধতা থাকুক না কেন, চিন্তার প্রসার ঘটানো একান্তই কাম্য।