জীবন
মোঃ নাজমুল হাসান
মানুষ ঘর ঘর করে গলা শুকায়
একখানা ঘর কতখানি আশ্রয় দেয় মানুষকে
যদি না ঘরের লোক আপন হয়।
এই মানুষ আজব প্রানী
ডুবে গেলে জলকে দেয় দোষ
উষ্ঠা খেলে পাথরকে দোষ দেয়
কর্মের দোষ ভাগ্যকে দেয়
নিজের ভুলটা কোনদিন দেখতে পাইনা।
হতাশ দিয়েই জীবনের গতিপথ ছুটে চলা
জীবন এক শক্ত সুতা বুনা
বাস্তবতার এক কঠিন চাদর
যার প্রতিটা ভাঁজে ভাঁজে রয়েছে ঘাত -সংঘাত,
জীবনের খারাপ সময় গুলো
অনেক কিছু শিখায়....
একা থাকতে শেখায়
সাহসি ও ধৈর্ষশীল হতে শেখায়
জীবনের মানে বুজতে শেখায়
মানুষ চিনতে শেখায়।
জীবন ও সময় পৃথিবীর শিক্ষক
জীবন শেখায় সময়কে ভাললোবাসতে ব্যাবহার করতে
সময় শেখায় জীবনের মূল্য দিতে।

0 Comments