কেনো এদেশে নারীবাদ দরকার
- লামিয়া ইসলাম
একজন শিক্ষিত, মেরুদণ্ডধারী মেয়ে যার সাথে সুখী না তাকে ডিভোর্স দিয়ে; যে তাকে বোঝে, যত্ম করে, ভালোবাসে তাকে বিয়ে করাটা সমাজের চোখে বিশাল অন্যায়ের বিষয়।
এই সমাজের চাওয়া হলো জামাইয়ের লাত্থি, চড়, মাইর, নির্যাতন, অপমান, অত্যাচার সব মেনে নিয়ে শাবানার মতো জীবন কাটানো এবং লাশ হয়ে বের হওয়া। আফটারল পুরুষতন্ত্রের মুখে লাত্থি মেরে নিজ সম্মানের কথা ভাবা মেয়েদের "কন্ট্রোল" করে দাসী বানানো যে যায় না।
অপরদিকে ছেলেরা একসাথে দুইজনকে বিয়ে করার নিউজ এদের কাছে স্বাভাবিক, সুখের এবং চাওয়ার বিষয়। তখন আবার পুরুষটির চরিত্র নিয়ে কোনো প্রশ্ন ওঠেনা। সে হয়ে ওঠে "হিরো"।
একটা জোক শোনেনঃ এই সমাজে নারীবাদের দরকার নাই। নারী-পুরুষের কোনো বৈষম্য এই সমাজে নাই।

0 Comments