প্রেক্ষাপট

 প্রেক্ষাপট

মিথুন বড়ুয়া 



মন'টা একেবারে'ই অশিক্ষিত...

হিসাব বোঝে'না মোটেও,

মগজ যত'ই আবেগ বুঝুক;

হিসাব ছাড়া চলবে'না একটুও।


দোটানায় পড়ে আছে ঠোঁট...

পাগলামি করে সেও,

কখনো-ভাবে মনের ভাব;

কখনো বলে মস্তিষ্কের ভাষাও।।


চোখ দেখে না কেউ...

যদিও লাভ নেই কোনো, 

একচোখ যখন আবেগে ভাসে;

অন্য চোখ তখন'ই হিসাব কষে।।।

Post a Comment

0 Comments