দ্রব্যমূল্য ও আমাদের দেশের জনগন

 দ্রব্যমূল্য ও আমাদের দেশের জনগন

 মমতা মম



বাজারে গেলে দেখি দু কেজি গরুর  মাংসের নিচে এখন বিক্রি করতে চায় না বিক্রেতারা। আবার আজকে নিউজেও দেখলাম একই খবর।সাথে গরুর মাংস নাকি ৭০০ টাকা কেজি!৫০০ টাকা দিয়াই কিনে খাওয়ার সামর্থ্য নেই আবার ৭০০ টাকা কেজি তাও এক কেজি না, দুই কেজি কিনতে হবে একসাথে!

দ্রব্যমূল্যের প্রতিবাদে হরতাল ডাকায় নিউজে দেখলাম বাস মালিক নাকি সমিতি নাকি বলেছে বাস স্বাভাবিকভাবেই চলবে।আবার সাধারণ মানুষ হরতাল ডাক দেওয়ায় ইচ্ছেমতো গালিগালাজও করছে।

সমস্যা কি?

জিনিসপত্রের দাম বাড়বে।এর প্রতিবাদে হরতাল ডাকলে সেই জনগণই এদেরকে গালিগালাজ করবে।আবার রাস্তায় দাড়িয়ে আন্দোলন করলেও কোনো জনগণ আসবে না নিজেদের দাবী আদায়ের জন্য।আমি বাম ডান করি না।তবু দেখেছি বামরাই জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য বার বার রাস্তায় দাড়ায়।সেই জনগণ বামদেরই গালি দেয়।তবু তারা রাস্তায় দাড়ায়।আবার সেই জনগণ নিজেরাও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় দাড়িয়ে বলে না কেন এভাবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পাবে?এই পাবলিক কিছুই করবে না।সরকার দাম বাড়াবেই,মধ্যস্বত্বভোগীরা সব ফায়দা লুটবেই আর আমজনতা তাদের পাছায় বাঁশ দিয়ে ঘরে বসে থাকবেই।আর ঘরে বসে অসুক তমুককে ধুয়ে দেবে।

এসব পাবলিকের জন্য কিচ্ছু বলতে চাই না।এই জাতি একদিন চরম মূল্য দেবে এদের এতো অবহেলার জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ না হয়ে।পাবলিক যদি এক হয় সরকার বাধ্য হয় দাবি মেনে নিতে।কিন্তু এই পাবলিকই কিছু চায় না।আবার সরকারের দোষ দেয় কি করে?

Post a Comment

0 Comments