হরতাল

 হরতাল

মোঃ নাজমুল হাসান



জনগন আজ বেতাল

আজ দেশে হরতাল

গুটি কয়েক লোকের মিছিল

মুখে বলছে হরতাল,

সবই চলছে ঠিক ঠাক

সব কিছু খোলা

চলছে গাড়ীর চাকা

জনগন দেয়নি সারা!

এ যেন চলছে সার্কাস

সরকার আর বিরধিদলের

  এ কেমন হরতাল?

রাজনীতির চলছে খেলা

করছে ধোকাবাজি জনগনের সাথে

 বাম আর ডানে,

ধর কষাকষি হচ্ছে রাজনীতিতে

সামনে নির্বাচন আসচ্ছে

হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে।

Post a Comment

0 Comments