হরতাল

মোঃ নাজমুল হাসান



জনগন আজ বেতাল

আজ দেশে হরতাল

গুটি কয়েক লোকের মিছিল

মুখে বলছে হরতাল,

সবই চলছে ঠিক ঠাক

সব কিছু খোলা

চলছে গাড়ীর চাকা

জনগন দেয়নি সারা!

এ যেন চলছে সার্কাস

সরকার আর বিরধিদলের

  এ কেমন হরতাল?

রাজনীতির চলছে খেলা

করছে ধোকাবাজি জনগনের সাথে

 বাম আর ডানে,

ধর কষাকষি হচ্ছে রাজনীতিতে

সামনে নির্বাচন আসচ্ছে

হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে।