মন আর্দ্র যখন

 মন আর্দ্র যখন

সুমনা সাহা




মাঝে মাঝেই কোথা থেকে যেন মনখারাপের 

ভেজা বাতাস আসে, 

আসে, সিক্ত করে দিয়ে যায়।

আমি তখন থেমে থাকি

থমকে থাকি,

ভাবনাদের পাখাগুলো গুটিয়ে রাখি।

 নৈঃশব্দ্যের ছায়ায় সকল তীব্রতা মুখ লুকায়,

আপনাকে খুঁজি আমি একান্ত নিরালায়।

Post a Comment

0 Comments