যৌনতার অপব্যাখ্যা
RD Ritu
"শরীর আমার সিদ্ধান্ত আমার" কথা টা নিয়ে অনেক বাজে ট্রল করা হয়! কদিন আগে একটা ভিডিও তে একটা মেয়ে বলছিলো "আমি কি পোশাক পরবো সেটা আমি ঠিক করবো" "আমি রাতে বের হতেই পারি" এমন কিছু কথা ছিলো!
একজন ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশন দিছে "তুমি তাইলে রেপ হলেও হতে পারো।"
কথা হচ্ছে আমার শরীর আমার সিদ্ধান্ত মানে এটা না যে দুনিয়ার সবার সাথে শারীরিক সম্পর্ক রেখে বেড়াবো। এটা কেনো ভাবেন না আমি কি পোশাক পরবো(অবশ্য কারো কারো কাছে খোসা ছড়ানো চকলেট মনে হতে পারে) বা আমি আদৌ কোনো সম্পর্কে যাবো কিনা সেটা নিয়ে স্পষ্ট কথা বলা ও আমারই সিদ্ধান্ত তাইনা?!
"তুমি রেপ হতে পারো" বলা ভদ্র লোকের সাথে ইনবক্স এ কথা হয়েছিলো, অনেক যুক্তি পাল্টা যুক্তি, আমার সব কথা মেনেও নিলো কিন্তু লাস্ট অবধি বললো "তোমরা মেয়েরা রেপ করার সুযোগ করে দাও কেনো?"
মানে, সহজ কথায় বাঙালি পাভার্ট জাতি, তারা সুযোগের অভাবে সাধু!
পুরুষ যদি সুযোগ পায়, রাতে বা দিনে বা গার্লফ্রন্ডের সাথে ডেট এ গিয়ে কোনো ভাবে যদি সুযোগ পায় তো রেইপ করবে এবং পরে পাল্টা প্রশ্ন করবে "তুমি সুযোগ কেনো দিলে"!
নাইস কনসেপ্ট!
আবার পোলাপাইন দের সেক্স এডুকেশন দরকার শুনলে জাতি মনে করে এবার বুঝি বাল পাকনায় ভরে যাবে দেশ! অথচ পোলাপাইন সেক্স এডুকেশন না পেলেও পর্ণ সাইট গুলা থেকে এনাল, ওরাল এর মতো বিকৃত যৌনতা ঠিকই শিখছে। বিশ্বাস করেন বা না করেন ধর্ষণ(বিশেষ করে বিবাহ পরবর্তী ধর্ষণ) এর মেইন কারণ এটা।
কিছু দিন আগে একটা রিলেটিভ বলছিলো "৯০% রেইপ হয় মেয়েদের নিজের ইচ্ছায়" কথা হচ্ছে ভাই দুজন মানুষ এর পরস্পরের সম্মতিতে যেটা হয় ঐটা ধর্ষণ না! আপনাকে সেক্স আর ধর্ষণ এর তফাৎ বুঝতে হবে!
অবিবাহিত প্রেমিক প্রেমিকা স্বেচ্ছায় যদি সম্পর্কে যায় সেটা ধর্ষণ না বরং বিয়ের পর ও যদি একজন এর অনিচ্ছা সত্বেও আরেকজন জোর করে সেটা ধর্ষণ হবে!
(অনেকে বিয়ে হলেই জোর করে সেক্স করা টা কে বৈধ ঘোষণা করে, তাদের কে কিছু বলার নেই)
মিথিলা, শ্রাবন্তী আর কে কে_ এদের নিয়ে এতো এতো কথা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে - কারো স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেলে সে আজীবন তার স্মৃতি আকড়ে পড়ে থাকবে? আর একটা বিয়ে করবে না বা সম্পর্কে জড়াতে পারবে না? এটার পিছে যুক্তি কি?
সে এক সাথে দুই তিন টা কন্টিনিউ তো করছে না তাহলে? বারোভাতারী বলার মানে কি?
মাঝে মাঝেই দেখি সমকামী দের বরাবর সেক্স করে কিভাবে এটা নিয়ে হেরাস করা হয়_
আমার পরিচিত কেউ কেউ আছে যাদের সমকামী শুনলেই নাকি বমি পায়! কেনো পায়? ওরা কিভাবে সেক্স করে এটা ভেবে?
ঘুরে ফিরে সেক্স এ আটকে থাকা কেনো?
একটা ছেলের আরেকটা ছেলের প্রতি বা মেয়ের আরেকটা মেয়ের প্রতি আবেগ অনুভূতি ভালোবাসা তৈরি হচ্ছে সেটা দেখুন!
সব জায়গা তে আমাদের সমাজ খুব প্রোটেক্টিভ। গোপনীয়তা ভালোবাসে, যেমন মেয়ে হয়ে সিগারেট খাবা পাবলিকলি হবে না! প্রেমিক কে কিস করবা, চিপায় গিয়ে করো! কিন্তু পাবলিক প্লেস এ সুযোগ পেলে মেয়েদের শরীর এ হাত দিতে প্রাইভেসি লাগে না! এমন একটা মেয়ে হয়তো পাওয়া যাবে না যে পাবলিক প্লেস এ হেরাসমেন্ট এর শিকার হয়নি! অথচ "গা ঘেসে দাড়াবেন না" লেখা টিশার্ট নিয়ে কতো ঠাট্টা ই না করলেন!
সত্যি বলতে আমার নিজের অভিজ্ঞতা ও কম না, বাসে হেরাস্মেন্ট এর ফাস্ট অভিজ্ঞতা ছিল ৭-৮ বছর বয়সে ঝিনাইদহ-খুলনা রুটের একটা বাস এ, তখন না বুঝতাম ও না এগুলো!
অবশ্য এগুলা নিয়ে কথা বলে ফালতু সময় নষ্ট করা, বাঙ্গালীর মাথার মধ্যে ঘিলুর বদলে শুক্রাণু গিজ গিজ করে!
আর সব ইস্যু তে বাস্তব বুদ্ধি বের না হয়ে অর্গাজম এর মতো শুক্রাণু গুলা বের হয়!
হয়তো যতো দিন এগুলা শেষ না হবে ততদিন হয়তো নারী খাদ্যবস্তুর মতোই ট্রিট হবে!
0 Comments