মানুষ 

তানবীর আহমেদ 



মানুষের সাথে মানুষের আজ, আছে যত দ্বিধা দ্বন্দ্ব-

মনের দুয়ার খুলে দাও আজি, রেখোনাকো তারে বন্ধ।


মানুষে মানুষে ভালোবাসা হবে, মানুষেই হবে প্রেম-

কেনো হানা-হানি, করো রেশা-রেশি ছাড়িয়া মানব প্রেম!


সৃষ্টির সেরা, মানব তুমি এটাই তোমার সত্তা-

ধর্মের নামে মানব তবে, কেনো করো নরহত্যা?


মানুষ তুমি, মানুষের সাথে বিভেদের রেখা টানো!

মানবতা যদি মানবের গুণ, বিভাজন তবে কেনো?


অর্থের দামে মানুষ মাপা, বিবেকের দ্বার বন্ধ!

অর্থলোভী মানুষ এখন, চোখ থাকিতেও অন্ধ।


মানবের তরে মানব হবে, আসবেনা কোনো মানা।

ভালোবাসা হবে সকলের তরে, থাকবেনা কোনো ঘৃণা।