বাংলা
তানবীর আহমেদ
আমি বাংলা,
আমি শিউলি, বকুল, হাসনাহেনা, কদম ফুলের মালা।
আমি নীল আকাশের রংধনুতে সাতটি রঙের মেলা।
আমি বাংলা,
আমি ফেব্রুয়ারীর একুশ তারিখে রক্তের হলি খেলা!
আমি ভাষার জন্য বিলিয়ে দেয়া, জীবনের সব মায়া।
আমি পর্বত, আমি ঝর্ণা!
আমি পুশে রাখি শত কান্না।
আমি হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা, মেনে নিতে কভু পারিনা!
আমি বাংলা,
আমি বাংলায় করি কান্না!
আমি বাংলা হীনে মাতৃভাষা, মেনে নিতে যেনো পারিনা।
আমি সংগ্রাম, আমি বিপ্লব!
আমি বাংলায় করি কলরব।
আমি রক্তমাখা, আগুন চোখের বিদ্রোহী এক অনুভব!
আমি পাক বাহিনীর ধ্বংসের মাঝে বাংলায় করি উৎসব!
আমি বাংলার,
আমি হাহাকার,
আমি বিষাক্ত এক কারাগার!
আমি নরপশুদের ভয়াল থাবাতে বারে বারে করি চিৎকার!
আমি বাংলার,
আমি শতবার!
আমি বিদ্রোহ করি বারেবার!
আমি ভয়াল আগুনে,তাপের দহনে জ্বলে পুড়ে হই ছারখার।
আমি শতবার শুধু বাংলার।
আমি বাংলায় বাঁচি, বাংলায় মরি।
বাংলায় করি শত আহাজারি!
আমি ধ্বংসের মাঝে মাথা উঁচু করি,
সৃষ্টি সুখের উল্লাসে মাতি!
আমি রক্তের নদী পার হয়ে আজ জীবনের কথা বলি।
আমি বিশ্বের মাঝে মাথা উঁচু করে বাংলায় কথা বলি।
0 Comments