অবস্থান

 অবস্থান

তানবীর আহমেদ 



শুনেছি, অনেক ভালো আছো। 

অনেক বড় একটা বাড়িতে থাকো। 

বাড়ির চারিদিকে উঁচু ইটের দেয়াল। 

দামি দামি শাড়ি আর গহনায় মোরানো থাকো তুমি।

আচ্ছা তোমার দামি দামি গহনায় কি আমার দেয়া বকুলের গন্ধ পাও? 

নাকি আজ সেই গন্ধটাও তোমার কাছে ফিকে মনে হয়!

আচ্ছা তুমি কি এখনো আগের মত উচ্চস্বরে হাসো, নাকি আকাশ পানে চেয়ে আমার কথা ভাবো! 

নাকি আমায় ভুলে গিয়ে তোমার বিয়ে করা পুরুষের বাহুডোরে মিথ্যে সুখ খুঁজো!

তুমি বলেছিলে আমার মাঝেই তোমার সুখ, 

আমি তাই বিলিয়ে দিয়েছিলাম নিজেকে তোমার সুখে।

তুমি সব লুট করে চলে গেলে অন্যের সুখ হতে।

আজ তুমি ইটের দেয়ালে আবদ্ধ। 

আর আমি, তোমায় না পাওয়ার বিষাদে অযথা বাক্য করছি লিপিবদ্ধ।

Post a Comment

0 Comments