ভালোবাসা মানে
তানবীর আহমেদ
ভালোবাসা নাকি মাতাল হাওয়ায় উড়িয়ে দেয়া মন?
ভালোবাসা হলো, তোমায় ভাবা আমার প্রতিটি ক্ষণ।
ভালোবাসা নাকি আকাশের মাঝে সাত রঙা রংধনু?
ভালোবাসা হলো, নানান ফুলের নানান রঙের রেণু।
ভালোবাসা নাকি দুজন মিলে হাতে হাত ধরে হাঁটা?
ভালোবাসা হলো একটি ভূমি নেই কোন তারকাঁটা।
ভালোবাসা নাকি একের মাঝে অন্যের মিশে যাওয়া?
ভালোবাসা হলো তোমার মাঝে আমায় খুঁজে পাওয়া।
ভালোবাসা নাকি কষ্ট বাড়ায়, নেত্রকোণে জল?
ভালোবাসা হলো, সহজ সরল নেই তাতে কোন ছল।
ভালোবাসা যদি হারিয়েও যায়, তবেও কি ভালোবাসা?
ভালোবাসা হলো, তোমার আমার বাবুই পাখির বাসা।
0 Comments